‘বন্দুকযুদ্ধ’ ও গণপিটুনিতে নিহত ২

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ছাড়া চোর সন্দেহে গণপিটুনিতে আরো একজন নিহত হয়েছেন।
আজ সোমবার ভোরে এসব ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ময়মনসিংহের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আল-আমিন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ও ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান এসব তথ্য জানিয়েছেন।
পুলিশের ভাষ্য, সোমবার ভোরে ত্রিশালের জিপতার ব্রিজ এলাকায় এলাকায় জেলা ডিবি পুলিশের সঙ্গে ডাকাতের বন্দুকযুদ্ধ হয়। এ সময় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই এক ডাকাত নিহত হয়।
অন্যদিকে, বৈলর এলাকার ছালামের মোড় নামক স্থানে গরু চোর সন্দেহে একজনকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান।
ঈদের আগে সদর উপজেলার একটি খামারের গরু লুট ও দুইজনকে হত্যার সঙ্গে এই দুই ব্যক্তি জড়িত বলে ধারণা করছে পুলিশ।
২১ আগস্ট ভোরে সদর উপজেলার গোপালপুরে একটি খামার থেকে ১০টি গরু নিয়ে যায় ডাকাতরা। এ সময় কুপিয়ে হত্যা করা হয় ইদ্রিস আলী (২৮) ও মোজাফ্ফর (৫০) নামের দুজনকে।