লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণের সময় দুজনকে গণপিটুনি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/14/photo-1423933545.jpg)
লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় ককটেল বিস্ফোরণের সময় দুই যুবককে ধরে পিটুনির পর পুলিশে দিয়েছে জনতা। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে এনটিভি অনলাইনকে জানান, আটককৃতরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শাকিব (২৫) ও একই এলাকার সবির উল্লাহর ছেলে মনির হোসেন (২৫)।
তবে তাঁদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।