সীতাকুণ্ডে 'অবরোধের চেষ্টা', পুলিশের গুলিতে নিহত ১
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নুনাছড়ায় মহাসড়কে 'অবরোধের চেষ্টার সময়' পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।
গতকাল শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান এনটিভিকে জানান, রাতে ১০-১২ জনের একটি দল মহাসড়ক অবরোধের চেষ্টা করে। বাধা দিলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে আটক করা হয়।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। পুলিশের দাবি আহতরা ২০ দলীয় জোটের কর্মী।
গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজন মারা যান বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব পালিত জানান, গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে আরিফ নামের একজন হাসপাতালে আনার পর মারা গেছেন। এ ঘটনায় আহত অন্যরা হলেন নুরুল হাদি, পারভেজ , রুবেল ও সোহেল।
অবরোধকারীদের কাছ থেকে ১০টি ককটেল, একটি এলজি, দুটি পেট্রলবোমা ও দুই কেজি পেট্রল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।