খুলনায় নিবন্ধনবিহীন ১১৪ মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/24/photo-1437734595.jpg)
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১১৪টি নিবন্ধনবিহীন মোটরসাইকেল আটক করেছে। পরে এসব মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করছে।
কেএমপি মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান শুক্রবার গণমাধ্যমকে জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নিবন্ধনবিহীন ১১৪টি মোটরসাইকেল আটক করা হয়। এসব মোটরসাইকেলের নেমপ্লেটে নিবন্ধনের স্থলে ‘অনটেস্ট’ লেখা রয়েছে।
সম্প্রতি মহানগরীতে কয়েকটি অপরাধ সংঘটনের সময় অপরাধীরা নিবন্ধনবিহীন মোটরসাইকেল ব্যবহার করে। নিবন্ধনবিহীন মোটরসাইকেল ‘অনটেস্ট’ লিখে সাময়িকভাবে চলাচল করার অনুমতি থাকে। কিন্তু কিছু চালক মোটরসাইকেলের সরকারি রাজস্ব না দিয়ে দীর্ঘদিন ধরে এভাবে চালিয়ে আসছে।
কেএমপি মুখপাত্র আরো জানান, বিশেষ অভিযান অব্যাহত থাকবে।