বগুড়ায় পিকেটিংকালে শিবিরকর্মী গুলিবিদ্ধ
বগুড়ায় হরতালের সমর্থনে পিকেটিং করার সময় গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রশিবিরের এক কর্মী। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমীর জানান, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিন সকালে শেরপুর উপজেলার ধুনট মোড়ে শিবির নেতা-কর্মীরা পিকেটিং করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে এতে এক শিবিরকর্মী গুলিবিদ্ধ হন। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় আহতসহ তিনজনকে আটক করা হয়।
এ ছাড়া কাহালু উপজেলায় হরতাল সমর্থনে ২০ দলীয় জোট একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বটতলা এলাকায় সমাবেশ করে তারা