দুদকের মামলায় মায়ার শুনানি কাল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/26/photo-1437890507.jpg)
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার শুনানি অনুষ্ঠিত হবে কাল সোমবার।
মামলাটি শুনানির জন্য কার্য তালিকায় আসলে দুদকের আইনজীবী খুরশিদ আলম আদালতের কাছে সময় আবেদন করেন। তাঁর ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি রুহুল কুদ্দুস এবং বিচারপতি ভষনিদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
দুদকের ওই মামলায় ত্রাণমন্ত্রীকে সাজা দেন নিম্ন আদালত। সর্বোচ্চ আদালতের হাইকোর্ট বিভাগ নিম্ন আদালতের সে সাজা বাতিল করেন। কিন্তু গত ১৪ জুন হাইকোর্টের আদেশও বাতিল করে দেন আপিল বিভাগ। সে সময় নতুন করে শুনানির নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। কাল সে শুনানি অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জানতে চাইলে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এনটিভি অনলাইনকে বলেন, 'আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী, মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় এসেছে। আমরা মামলার পরিচালনার প্রস্তুতির জন্য একদিন সময় আবেদন করেছি। এ বিষয়ে আগামীকাল শুনানি অনুষ্ঠিত হবে।'
১৪ জুন রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ দুদকের লিভ টু আপিল মঞ্জুর করে মায়ার সাজা বাতিলের আদেশের বিরুদ্ধে আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি হাসান ফয়েজ ছিদ্দিকী।
আদালতে দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন খুরশিদ আলম খান। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পক্ষে শুনানি করেন আবদুল বাসেত মজুমদার।
এ আদেশের ফলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলবে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে মামলাটি পুনরায় শুনানির জন্য হাইকোর্টে পাঠিয়ে দিয়েছেন । ফলে আপিল বিচারাধীন থাকল।
মামলার বিবরণে জানা যায়, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৩ জুন সূত্রাপুর থানায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়, বিভিন্ন সময়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ২৯ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। ২০০৮ সালে ঢাকার একটি বিশেষ আদালত মায়াকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ ও পাঁচ কোটি টাকা জরিমানা করেন। পরে মায়া ওই রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ২৫ মে হাইকোর্টে আপিল করেন। আপিলের শুনানি শেষে ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট মায়ার আপিল মঞ্জুর করে তাঁর সাজা বাতিল করে খালাস দেন। ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে গেলে ১৪ জুন পুনরায় শুনানির আদেশ দেওয়া হয়।