লক্ষ্মীপুরে নাশকতার মামলায় জামায়াত নেতাসহ তিনজন কারাগারে
লক্ষ্মীপুরে নাশকতার মামলায় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মফিজুল ইসলামসহ দুই কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে লক্ষ্মীপুরের মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী ও অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ফারজানা আক্তার পৃথকভাবে ওই আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনজীবী রহমতউল্লাহ বিপ্লব জানান, পাঁচটি নাশকতার মামলার আসামি জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ছাড়া অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে নাশকতার অন্য একটি মামলায় ওই জামায়াত নেতা কর্মী মাসরু ও রহমত উল্লাহসহ তিনজন জামিন আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদেরও কারাগারে পাঠান।