গাছকাটা নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার প্রতিপক্ষের হামলায় আহত হয়েছিলেন তিনি। এরপর আজ সোমবার ভোররাতে আহত নজরুল ইসলামকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত নজরুলের ভাই শাহাবুদ্দিন শেখ জানান, বাড়ির পাশের জমিতে একটি গাছকাটা নিয়ে কয়েকদিন ধরেই প্রতিবেশী হাবিবুর শেখ, হানিফ শেখ ও লুৎফর শেখের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য গতকাল রোববার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন শাহাবুদ্দিন ও তাঁর ভাই নজরুলকে ডেকে পাঠান।
এরপর গতকাল রোববার সকাল ১০টার দিকে পাতিলাখালী থেকে ভ্যানে করে নাজিরপুর সদরে যাওয়ার সময় লুৎফর শেখ ও হাবিবুর শেখসহ ১০ থেকে ১৫ জন লোক মিলে ভ্যান থামিয়ে দুই ভাইকে মারপিট করে। এ সময় নজরুলের মাথায় আঘাত লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি ঘটায় নজরুলকে প্রথমে খুলনা সদর হাসপাতাল পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ ভোররাতে তিনি মারা যান।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।