ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, পাল্টাপাল্টি হামলা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে কাশিয়ানীর কামারোল গ্রামে স্কুলছাত্রীর বাবার পা ভেঙে দেওয়া হয়।
স্কুলছাত্রীর বাবাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, তাঁর মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। প্রতিবেশী ফায়েক মোল্লার ছেলে সুজন মোল্লা তাকে উত্ত্যক্ত করে আসছিল। গত ৩০ মে রাতে একা থাকার সুযোগে ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে সুজন। এ সময় চিৎকার করলে সে পালিয়ে যায়। ঈদে ছেলেরা বাড়িতে আসার পর বিষয়টি জানতে পারেন। গতকাল শনিবার বিকেলে তিলছড়া বাজারে তাঁর ছেলেরা সুজনকে মারধর করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আজ সুজন, তার দুই ভাই রাজীব ও বিপ্লব লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে তাঁর দুই পা ভেঙে যায়। এ সময় তাঁকে বাঁচাতে এলে দুই ছেলেকেও মারধর করে আহত করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বিষয়টি তিনি জেনেছেন। কিন্তু এখনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।