ফেনী বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক জেলহাজতে
ফেনী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু তাহের ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টারকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা মামলায় বিএনপি নেতারা আজ রোববার জেলার মুখ্য বিচারিক হাকিম মফিজুল রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। ফেনীর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাফেজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেনীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদের ও রাশেদুল ইসলামের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় (জিআর ১৮/২০১৫) বিএনপি নেতা আবু তাহের ও জিয়া উদ্দিন মিস্টার গত ২০ জানুয়ারি হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন। হাইকোর্ট দুজনকে চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন এবং এই সময়ের মধ্যে ফেনীর নিম্ন আদালতে হাজির হতে আদেশ দেন। সে হিসাবে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি জামিনের সময় শেষ হওয়ার আগে তাঁরা আজ রোববার দুপুরে মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মফিজুর রহমান জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।