খুলনা নগরীতে মামলার সংখ্যা কমলেও জেলায় বেড়েছে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/26/photo-1437917249.jpg)
বিভিন্ন অপরাধে খুলনা মহানগরীতে মামলার সংখ্যা কমলেও জেলায় মামলার সংখ্যা বেড়েছে। বিভিন্ন অপরাধে গত জুন মাসে খুলনা মহানগরীর আট থানায় ১৩৫টি মামলা হয়েছে। মে মাসে এ সংখ্যা ছিল ১৫৩। অন্যদিকে জুন মাসে খুলনা জেলার নয়টি থানায় ১৬৩টি মামলা করা হয়। এর আগের মাসে এ সংখ্যা ছিল ১৬০।
আজ রোববার খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য দেওয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় আইনশৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, খুলনা মহানগরীর আটটি থানায় গত জুন মাসে ২০টি চুরি, দুটি খুন, একটি ধর্ষণ, নয়টি নারী ও শিশু নির্যাতন, ৫১টি মাদকদ্রব্য এবং অন্যান্য ৫২টিসহ মোট ১৩৫টি মামলা দায়ের হয়েছে। গত মে মাসে এ সংখ্যা ছিল ১৫৩।
খুলনা জেলার নয়টি থানায় গত জুন মাসে একটি ডাকাতি, একটি রাহাজানি, চারটি চুরি, দুটি খুন, অস্ত্র আইনে একটি, চারটি ধর্ষণ, দুটি অপহরণ, ১৮টি নারী ও শিশু নির্যাতন, দুটি নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি এবং অন্যান্য আইনে ৯৪টিসহ মোট ১৬৩টি মামলা দায়ের হয়। এর আগে গত মে মাসে মামলা হয়েছিল ১৬০টি।
সভায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বীর মুক্তিযোদ্ধা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধিসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সড়ক ও মহাসড়কে অনাকাঙ্ক্ষিত প্রাণহানি রোধে বেপরোয়াভাবে মোটরসাইকেল ও অন্যান্য যান চলাচল নিয়ন্ত্রণ করতে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় রূপসা সেতুর পশ্চিম পাশে ‘মোটরসাইকেল রেস’ বন্ধে জরুরি ব্যবস্থা নিতে রূপসার ইউএনওকে এবং সড়ক ও জনপথ বিভাগকে ত্বরিৎ ব্যবস্থা নিতে বলা হয়। এ ছাড়া মোটরসাইকেল, ইজিবাইক, অতুল এবং মাহিন্দ্রা যানবাহনে অতিরিক্ত যাত্রী বহনরোধে কার্যকর ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। প্রয়োজনে এদের নিবন্ধন বাতিলের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) অনুরোধ করা হয়। নগরীতে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পয়েটে ট্রাফিক পুলিশের তৎপরতা বৃদ্ধি করতে হবে।
সভার সভাপতি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বিভিন্ন উপজেলার খালগুলোর অবৈধ দখলদার উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনওদের নির্দেশ দেন। এ ছাড়া নগরে জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
সভায় সিটি করপোরেশন খুলনা মহানগরে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে দ্রুত ব্যবস্থা নেবে বলে সভাপতিকে জানান।
সভায় মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করে সেই সঙ্গে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা এবং মতবিনিময় অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করা হয়।