বান্দরবানে দুই বাইকের সংঘর্ষ, চালক নিহত
বান্দরবানের আলীকদম উপজেলায় দুই মোটরবাইকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ শুক্রবার দুপুরে উপজেলার থানচি-আলীকদম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আছাব উদ্দিন (২৫)। তাঁর বাড়ি উপজেলার পানবাজার পূর্বপালংপাড়ায়। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মেহের আলী (৪০), ইউছুফ (২৫), তেরেচ ত্রিপুরা (১৬), বাজেরু ত্রিপুরা (৪০) ও দুর্জয় ত্রিপুরা (২৮)। তাঁরা সবাই থানচি ও আলীকদমের বাসিন্দা। তাঁদের সবাইকে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার থানচি-আলীকদম সড়কের পনের কিলোমিটার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আছাব উদ্দিন নিহত হন।
দুর্ঘটনার বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার এবং আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) সাধন চন্দ্র নাথ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।