মাগুরায় ২৭৩ মোটরসাইকেল আটক

ফাইল ছবি
সপ্তাহব্যাপী ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে মাগুরায় ২৭৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
মাগুরা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. ফজলুল কবির জানান, এক সপ্তাহ ধরে জেলায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৭৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ৭৮টি মোটরসাইকেলের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকিগুলো পুলিশ লাইন ও থানায় রাখা হয়েছে। মালিকদের বলা হয়েছে, নিবন্ধনের টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে মোটরসাইকেল নিয়ে যেতে।
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আরো জানান, আজ মঙ্গলবার পর্যন্ত মাগুরা সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে মোটরসাইকেলের নিবন্ধন বাবদ ৬৩ লাখ টাকা জমা দেওয়া হয়েছে।