জয়পুরহাটে ফেনসিডিলসহ দুজন আটক

জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া এলাকায় আমদানি-নিষিদ্ধ এক হাজার ২০৮ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন হাসান রাব্বী (২৮) ও নয়ন মিয়া (২৫)। তাঁদের বাড়ি বগুড়ার মধু মাঝিরা এলাকায়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুর রহিম জানান, ফেনসিডিল পাচারের খবর পেয়ে মঙ্গলবার রাতে র্যাবের অপারেশন দল শহরের জয়পুরহাট-হিলি সড়কের বিশ্বাসপাড়া এলাকায় সর্তকাবস্থায় থাকে। রাত ১০টার দিকে একটি ট্রাক তল্লাশি করে ১ হাজার ২৮০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ এবং দুজনকে গ্রেপ্তার করে। র্যাব মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত দুটি মুঠোফোনের সেট জব্দ করে। পরে তাঁদের জয়পুরহাট থানায় সোপর্দ করা হয়।