‘খালেদা জিয়াকে গ্রেপ্তার করে সরকার ভুল করবে না’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/10/17/photo-1508248469.jpg)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘খালেদা জিয়া দেশে আসবেন। উনার কিছুই হবে না। তাঁকে গ্রেপ্তার করে সরকার এই ভুল করবে না। আমরা মনে করি রাজনৈতিক প্রভাবে খালেদা জিয়ার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে।’
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় মওদুদ আহমদ এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ওই আলোচনা সভার আয়োজন করে।
মওদুদ বলেন, 'তিনি (খালেদা জিয়া) প্রধানমন্ত্রী ছিলেন। এত বড় একজন নেত্রী, তাঁর বিরুদ্ধে এভাবে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা ঠিক নয়। তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি বাতিল হয়ে যাবে। এ ছাড়া বেগম জিয়া এসব বিষয়ে কখনো ভয় করেননি।'
বিএনপি নেতা বলেন, 'সবাই জানে এমনকি আদালতও অবগত রয়েছেন যে খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন। খালেদা জিয়া আদালত ও আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই চিকিৎসার কিছুটা অংশ বাদ দিয়েই দেশে চলে আসছেন।'
মওদুদ আহমদ আরো বলেন, ‘বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করে সরকার ভুল করছে তবে এর মাসুল কে দিবে জানি না। মাসুল তাদের (সরকার) দিতে হবেই।’ তিনি আরো বলেন, ‘প্রধান বিচারপতি কোনো ব্যক্তি নন। তিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সরকার নিজে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানের সম্মান নষ্ট করে দিয়েছেন। ফলে এখন আর বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূতি নেই। অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসা সঠিক নয়। তা ছাড়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে , এর বাইরে গিয়ে দুদককে দিয়ে তদন্ত করতে হবে বলাটাও আইন সম্মত নয় বলে মনে করি। বরং এর মাধ্যমে প্রধান বিচারপতিকে হেয়পন্ন করা হচ্ছে।' তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী রায়কে কেন্দ্র করে যা ঘটেছে তা অতি লজ্জার। আওয়ামী লীগ যে বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না, তা আবারও প্রমাণিত হয়েছে।'
আগামী নির্বাচন প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, 'নির্বাচন কমিশন নয়, বর্তমানে যারা সরকারে রয়েছেন তাঁদের ইচ্ছের ওপর নির্ভর করছে দেশে সুষ্ঠু নির্বাচন হবে কি না। কারণ নির্বাচন কমিশন যত শক্তিশালী এবং তাদের যত ইচ্ছেই থাকুক না কেন দলীয় সরকারের অধীনে তাঁরা তাঁদের ভূমিকা নিরপেক্ষভাবে প্রয়োগ করতে পারবেন না। আর তাই আমরা সব সময়ই বলে আসছি নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার ব্যবস্থা লাগবে। আর সেটা যে নামেই হউক। নির্বাচনের সময় এমন একটি সরকার থাকতে হবে যাদের রাজনৈতিক কোনো স্বার্থ থাকবে না।'
জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলে সিইসির দেওয়া বক্তব্যেকে স্বাগত জানিয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, 'বিএনপির সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন কমিশন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা অতি সত্য। কিন্তু দুঃখজনক তারা (সরকার) এ বিষয়ে নানা সমালোচনা করে যাচ্ছে। প্রশংসা সহ্য করতে পাচ্ছেন না।'
সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।