‘পেটের ভাত কেড়ে নেবেন না’
সড়কে সাদা প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো এক যুবক। তাতে নীল কালি দিয়ে লেখা, ‘মাননীয় মন্ত্রী, খেটে খাওয়া মানুষের পেটের ভাত কেড়ে নেবেন না।’
ওই যুবকের বাম পাশে আরো কয়েকজন যুবকের হাতে মানববন্ধনের ব্যানার। সবারই দাবি একটাই, মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার।
urgentPhoto
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজ শনিবার সকাল থেকেই চট্টগ্রামের সীতাকুণ্ডে মানববন্ধনে অংশ নিয়েছে মালিক-শ্রমিকরা। সীতাকুণ্ড মালিক-শ্রমিক সমিতি ও চালক সংগঠনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে একজন অটোরিকশাচালক বলেন, ‘লোন নিয়ে একটা গাড়ি নিছি। অন্তত আমাদের সিটিগেট থেকে মিরসরাই পর্যন্ত আমার মনে হয় ২০ হাজার গাড়ি আছে। ৩০ হাজার ড্রাইভার আছে। ওগুলা কোথায় যাবে?’
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ডের ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. ফারুক এনটিভিকে জানান, পহেলা আগস্ট থেকে মহাসড়কে সিএনজি চলতে দেওয়া যাবে না, এটা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে পুলিশের কাছে আদেশ এসেছে। যেহেতু এটি সরকারি সিদ্ধান্ত, তাই যেকোনো মূল্যে তা বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে পুলিশের অবস্থান হলো জিরো টলারেন্স (কোনো ছাড় নয়)।
এদিকে সীতাকুণ্ড এলাকায় সকাল থেকেই অটোরিকশা বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এ বিষয়ে এক যাত্রী বলেন, ‘আমি আবুধাবি থেকে বাংলাদেশে এসেছি। এখন বাড়ি যাওয়ার পথে আমাদের পথে আটকাইছে এই সিএনজি। এটা যদি আগে থেকে বিকল্প ব্যবস্থা নিয়ে আমাদের জানানো হতো তাহলে এই হয়রানিটা হতো না। এখন আমি কীভাবে যাব বাড়িতে?’
একই অভিযোগ করেন ভোগান্তির শিকার অনেক যাত্রী।
আরেক অটোরিকশাচালক আক্ষেপ করে বলেন, ‘বহদ্দারহাট থেকে ভাড়া নিয়ে আসছি। এখানে (সীতকুণ্ড) আমাকে সিগন্যাল দিছে। আমি দাঁড়াইছি। আমাকে একটা কেস (মামলা) দিছে। তা ছুটাইতে আমার চার হাজার টাকা যাবে। তাহলে বৌ-পোলাপান নিয়ে এই গাড়ি চালায়ে আমরা কীভাবে বাঁচব বলেন?’