পদ্মায় বাল্কহেড ডুবি, ৩ জন নিখোঁজ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড এলাকায় নদীতে বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে। এতে ওই নৌযানে থাকা তিনজন শ্রমিক নিখোঁজ আছেন। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউনুস এনটিভি অনলাইনকে জানান, প্রথমে দুটি বাল্কহেড ডোবার খবর পাওয়া গেলেও পরে জানা যায়, পাশাপাশি থাকা দুটি বাল্কহেডের একটি পদ্মার তীব্র স্রোতের কারণে অন্যত্র চলে যায়। একটি ডুবে যায়। পরে ওই বাল্কহেডের সন্ধান পাওয়া যায়। উদ্ধার হওয়া শ্রমিকদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, ৩২ জন নয় বরং একটি বাল্কহেডের তিনজন নিখোঁজ রয়েছেন।
এর আগে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ আজ বিকেল ৪টার দিকে এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন, জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকূল থেকে বালু কেটে তা দুটি বাল্কহেডে নিয়ে ৫৮ জন বালুশ্রমিক নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে নৌযানটি লৌহজংয়ের কুমারভোগে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের কাছাকাছি এলে দুটি বাল্কহেড ডুবে যায়। এরপর ওই দুটি নৌযানের ২৬ জন শ্রমিককে উদ্ধার করা হয়। কিন্তু নিখোঁজ আছেন ৩২ জন। তাঁদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ডুবুরিরা এলে উদ্ধারকাজ চলবে।
পরে নিখোঁজ শ্রমিকের সংখ্যা ৩২ থেকে কমে তিনজনে এসে দাঁড়িয়েছে।