দাসিয়ারছড়ায় জমি নিয়ে সংঘর্ষ
কুড়িগ্রামের সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায় জমির মালিকানা নিয়ে সংঘর্ষে দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আজ রোববার দুপুরে কালীরহাটে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ।
গত শুক্রবার মধ্যরাতেই ৬৮ বছরের বন্দিজীবন শেষে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত হয় বাংলাদেশ ও ভারতের ছিটমহলের বাসিন্দা। এসব এলাকায় এখন চলছে ‘মুক্তির’ আনন্দ-উৎসব। বাংলাদেশ ও ভারতের সাবেক ছিটমহলগুলোতে উড়ছে স্ব স্ব দেশের জাতীয় পতাকা। দুই দেশের প্রশাসনের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়।
তবে এসব এলাকার জমির মালিকানা নিয়ে সাবেক ছিটমহলের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরেই অজানা আশঙ্কা বিরাজ করছে। কারণ, এসব জমির দলিল-দস্তাবেজ রয়েছে ভারতের বিভিন্ন ভূমি কার্যালয়ে।
এ ছাড়া অনেকেই কোনো আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে শুধু সাদা কাগজে লিখে সাক্ষী রেখে জমি বেচাকেনা করেছেন। অপরদিকে জমির মালিকানার ব্যাপারে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তও জানানো হয়নি বলেও অভিযোগ রয়েছে সাবেক ছিটমহল বাসিন্দাদের।
এলাকাবাসী জানায়, এ অবস্থার মধ্যেই আজ দুপুর ২টার দিকে রাষ্ট্রীয়ভাবে ছিটমহলে জাতীয় পতাকা উত্তোলনের সময় কালীরহাটের ওবায়দুল হক ও সিরাজ মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই জমি নিজের দাবি করে সেখানে বেড়া দিতে যান ওবাইদুল ও তাঁর লোকজন। কিন্তু তাতে সিরাজ মিয়ার লোকজন বাধা দেন। তিনিও ক্রয়সূত্রে ওই জমি নিজের বলে দাবি করেন। এতে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে ১০ জন আহত হন।
আহতদের মধ্যে সিরাজ মিয়া ও তাঁর দুই ছেলে আবুল কালাম আজাদ ও আনিছুর রহমানকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) বদরুদ্দোজা এনটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কালীরহাট বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় সিরাজ উদ্দিন ও ওবাইদুল হক পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।
এলাকাবাসী জানান, সিরাজ উদ্দিন দীর্ঘদিন আগে ওবাইদুলের বাবা মৃত আব্দুল আউয়ালের কাছ থেকে ১৫ শতক জমি কেনেন এবং তিনি তা ভোগদখল করে আসছিলেন। আজ এ জমি নিজের দাবি করেন ওবাইদুল। এ নিয়েই সংঘর্ষের সূত্রপাত হয়।