মৎস্যজীবীদের আয় বেড়েছে : প্রতিমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/02/photo-1438533356.jpg)
দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দরিদ্র মৎস্যজীবীদের আয় বেড়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, দেশে আমিষের চাহিদা পূরণে অধিক হারে মাছ চাষ করতে হবে। দেশের মৎস্য খাতের উন্নয়নে সরকার ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
আজ রোববার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ উপলক্ষে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী দরিদ্র জেলেদের মাঝে জাল ও শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকার চেক বিতরণ করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধির ফলে দরিদ্র মৎস্যজীবীদের আয় বৃদ্ধি পেয়েছে, অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। মিঠাপানিতে মাছ উৎপাদনে বাংলাদেশ চতুর্থ স্থান অধিকার করেছে এবং আগামীতে প্রথম স্থান অধিকার করতে হবে।
আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে যশোর মাছের পোনা উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির মাছগুলো আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি।’
প্রতিমন্ত্রী আরো বলেন, যারা অবৈধভাবে খাল দখল করছে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। চিংড়ি উৎপাদনে ক্ষতিকর বিষ ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, এ ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামছু দ্দৌজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খান আলী মুনসুর এবং খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. মনিরুজ্জামান।
প্রতিমন্ত্রী ১০০ জন দরিদ্র জেলের মাঝে মাছ ধরার জাল, দরিদ্র ৩৫ জন মৎস্যচাষির মাঝে দুই লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক এবং মাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের দেড়শ জন শিক্ষার্থীর মাঝে চার লাখ টাকার উপবৃত্তির অর্থ বিতরণ করেন।
পরে প্রতিমন্ত্রী শরাফপুর ইউনিয়নের চাঁদঘর গ্রামে নদীভাঙন এলাকা পরিদর্শন করেন। এর আগে তিনি সাজিয়াড়া বিল নার্সারিতে মাছের পোনা অবমুক্ত করেন।
সকালে প্রতিমন্ত্রী ফুলতলা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন এবং দুস্থদের মাঝে ২৩ বান্ডিল ঢেউটিন এবং ৬৯ হাজার টাকার চেক বিতরণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।