লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ কুলসুম আক্তার মুন্নি (২১) হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শনিবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামে এ মানববন্ধন করা হয়।
এ সময় বক্তব্য দেন ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল ইসলাম পাটোয়ারী, নিহতের বাবা জবিউল্যা, মা শাহেদা বেগম ও নানা শাহ আলম।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিন বছর আগে ভবানীগঞ্জের চরভূতা গ্রামের ওসমানের সঙ্গে মুন্নির বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর নানাভাবে নির্যাতন করে আসছে। এ নিয়ে কয়েকবার সালিস হয়েছে।
নিহত মুন্নির পরিবারের অভিযোগ, ওসমান গত ২৯ অক্টোবর মুন্নিকে মারধর করেন। একপর্যায়ে মুন্নির মুখে বিষ ঢেলে দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুন্নিকে মৃত ঘোষণা করেন। মুন্নির মৃত্যুর খবর জেনে লাশ হাসপাতালে রেখে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান। নিহত মুন্নি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ নিয়ে পুলিশ অপমৃত্যুর মামলা করে।
নিহতের বাবা জবিউল্যা বলেন, ‘আমার মেয়ে মুন্নিকে তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার অপপ্রচার বলে চালাচ্ছে। আমি হত্যার সাথে জড়িত তাঁর স্বামীসহ দোষীদের বিচার চাই।’ হত্যার ঘটনায় থানায় মামলা করতে গেলে তাঁর মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এখনো আসেনি। চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, মুন্নির মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।