সরকার বিএনপির সমাবেশে বাধা দেয়নি : হানিফ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, সরকার বিএনপির সমাবেশে বাধা দেয়নি। এটা বিএনপির মিথ্যাচার। আর আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে এই সরকারের অধীনেই হবে।
আজ রোববার রাত ৮টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন। আর নির্বাচন যাতে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ হয় সেই জন্য বর্তমান শেখ হাসিনার সরকার কমিশনকে সহায়তা করবে। আমরা আশা করছি বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।
হানিফ বলেন, ইতিহাস বলছে আওয়ামী লীগ কখনই ষড়যন্ত্রের রাজনীতি করে না। আওয়ামী লীগ সব সময় জনগণের ক্ষমতায় বিশ্বাসী। জনগণের রায়ে বিশ্বাসী। আওয়ামী লীগ সব সময় জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছে আবার ষড়যন্ত্রের শিকার হয়ে বিদায় নিয়েছে। আর বিএনপির ইতিহাস হচ্ছে জনগণের রায় নয়, ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা এবং তা ধরে রাখার চেষ্টা। ৯৬ তে বিএনপি একদলীয় নির্বাচন করে ক্ষমতায় আকড়ে থাকার চেষ্টা চালিয়ে আন্দোলনের মুখে ব্যর্থ হয়। ২০০১ ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে ২০০৬ সালে আবারও আকড়ে থাকার চেষ্টা করেছিল। তাই খালেদা জিয়ার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।