খাটের নিচে সিমেন্টের ব্যাগে মিলল ৬টি অস্ত্র, গুলি
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ছয়টি অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ সোমবার ভোররাতে শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি পিস্তল, চারটি রিভলবার, চারটি ম্যাগাজিন, ১৮টি গুলি, একটি রামদাসহ মজনু মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাকপাড়া মোল্লাটোলা গ্রামের আবুল হোসেনের ছেলে মজনু মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ঘরের খাটের নিচ থেকে একটি সিমেন্টের ব্যাগে এসব অস্ত্র পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছিল বলে মজনু মিয়া স্বীকার করেছেন।
আটক মজনু মিয়াকে এ ব্যাপারে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান বিজিবির কর্মকর্তা।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ