ঢাকা-মাওয়া মহাসড়কে চলছে অটোরিকশা
দেশের মহাসড়কগুলোতে সিএনজিচালিত অটোরিক্শা, টেম্পোসহ সব ধরনের হালকা যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা পুরোপুরি মানা হচ্ছে না ঢাকা-মাওয়া মহাসড়কে।
আজ মঙ্গলবার সারাদিনই ঢাকা-মাওয়া মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। যদিও মাত্রায় ছিল কম।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জানান, ব্যটারিচালিত অটোরিকশা হঠাৎ আসে আবার দ্রুত চলে যায়। তাই সবসময় এদের আটকানো সম্ভব হচ্ছে না।
এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহসড়কে সিএনজিচালিত আটোরিকশা যেন চলতে না পারে সেজন্য মহাসড়কে সতর্ক রয়েছেন ভ্রাম্যমাণ আদালত।