গোপালগঞ্জে দিনমজুর হত্যা, চার আসামি গ্রেপ্তার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দিনমজুর আবুল হোসেন শেখ হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কালশিগ্রাম থেকে একজনকে এবং বাগেরহাট জেলা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এই তিনজনকে আজ বুধবার বেলা ১১টার দিকে সহকারী পুলিশ সুপারের (সার্কেল) কার্যালয়ে সংবাদিকদের সামনে আনা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তাইজুল শেখ (২২), জাহিদুল শেখ (২০), শওকত শেখ (৫৫) ও তাঁর ছেলে মাসুক শেখ (২২)। শওকত শেখ ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানান সহকারী পুলিশ সুপার আমীনুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলায় অভিযান চালিয়ে এ হত্যা মামলার তিন আসামি মাসুক শেখ, তাইজুল শেখ ও জাহিদুল শেখকে গ্রেপ্তার করা হয়। এর আগে হত্যা মামলার প্রধান আসামি শওকত শেখকে জেলার কালশিগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
মামলায় বলা হয়েছে, পাওনা ৮০ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচা আবুল হোসেন শেখকে (৫০) ভাতিজা শওকত শেখ তাঁর লোকজন নিয়ে হত্যা করে। গত ৩ আগস্ট টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি মধ্যপাড়া এলাকার একটি পুকুর থেকে পুলিশ আবুল হোসেন শেখের লাশ উদ্ধার করে। পরে তাঁর ছেলে ভ্যানচালক রবিউল শেখ হত্যা মামলা করেন।