চট্টগ্রাম বন্দরে কাভার্ডভ্যানের চাপায় শ্রমিক নিহত
চট্টগ্রাম বন্দরে কাভার্ডভ্যানের চাপায় আবুল বাশার (৩৯) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আবুল বাশারের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। তাঁর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, আজ ভোরে চট্টগ্রাম বন্দরের টার্মিনালে কাজ করার সময় একটি কাভার্ডভ্যান চাপা দিলে আবুল বাশার গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।