অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৩
মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে ডুবে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে ১৪ জন। নিখোঁজ রয়েছে প্রায় ৪০ জন। আজ শুক্রবার দুপুর ১টার দিকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে উপজেলার ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে ডুবে যায়। ঘটনাস্থল ঘিরে ভিড় হওয়ায় মহাসড়কে যান চলাচল বন্ধ আছে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল ইসলাম বাদল। তবে তাঁদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হাসাঢ়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাসান জানান, আহতদের মধ্যে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে। কিন্তু বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয়। উৎসুক মানুষের ভিড় ঠেকাতে সেনাবাহিনী কাজ করছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মুজিবর রহমান বলেন, ‘দুপুরের দিকে অর্ধশতাধিক যাত্রীসহ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পানিতে ডুবে গেছে। স্থানীয়দের সাহায্যে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। বাসটি উদ্ধার করা গেলে হতাহতের সংখ্যা জানা যাবে।’