বাঘের হাড় উদ্ধার, আটক ২
খুলনায় রয়েল বেঙ্গল টাইগারের হাড় উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
খুলনা নগরীর নতুন বাজার লঞ্চঘাট এলাকায় সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের ৬৯টি হাড়ের টুকরো উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার এ ঘটনায় ট্রলারের দুই চালককে আটক করেছে পুলিশ। তবে ঘটনার মূল নায়ক হান্নান নামে এক ব্যক্তি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু শুকুমার বিশ্বাস জানান, বাগেরহাট শরণখোলার রেঞ্জের সুন্দরবনের সুরখালী থেকে ট্রলার দিয়ে বাঘের হাড় নতুন বাজার লঞ্চঘাট এলাকায় নিয়ে আসা হয়। এ সময় ট্রলারচালক গোপনে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত অভিযান চালালেও এই ঘটনার মূল নায়ক হান্নান পালিয়ে যায়। পরে পুলিশ বাঘের ৬৯টি হাড় উদ্ধার করে দুই ট্রলারচালক আবদুল করিম ও শামসুর রহমান আটক করে থানায় নিয়ে আসে। ঘটনায় আটক হয়েছে ।


মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা