মুফতি ইজহারুলকে জিজ্ঞাসাবাদে কমিটি গঠন
চট্টগ্রামে মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। আজ শনিবার সকালে এ কমিটি গঠন করা হয়।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য জানান, সিএমপির গোয়েন্দা শাখার উপকমিশনার কুসুম দেওয়ানকে এ কমিটির প্রধান করা হয়েছে। ১০ সদস্যের এ কমিটি মুফতি ইজহারকে তাঁর মাদ্রাসায় সংগঠিত বিভিন্ন ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে।
গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসা থেকে মুফতি ইজহারুলকে গ্রেপ্তার করে সিএমপির গোয়েন্দা শাখার সদস্যরা। তিনি ওই মাদ্রাসার অধ্যক্ষ। আজ দুপুরে তাঁকে আদালতে হাজির করার কথা রয়েছে।
সিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত উপকমিশনার এ বি এম ফয়জুল ইসলাম জানান, খুলশী থানার তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার কারণে মুফতি ইজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। দুই বছর ধরে তিনি পলাতক ছিলেন। ২০১৩ সালের ৭ অক্টোবর লালখান বাজারে মুফতি ইজহারের পরিচালনাধীন জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মারা যায় তিনজন। আহত হয় আরো দুজন। এ ঘটনায় খুলশী থানায় দায়ের করা হত্যা, বিস্ফোরণ ও এসিড মামলায় মুফতি ইজহারসহ পাঁচজনকে অভিযুক্ত করে ২০১৪ সালের ৬ জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই মামলায় মুফতি ইজহারের ছেলে ও একই মাদ্রাসার শিক্ষক হারুন ইজহার কারাগারে আছেন।