জুয়া খেলার আসর থেকে গ্রেপ্তার ৭, পিস্তল জব্দ
মুন্সীগঞ্জে জুয়া খেলার আসর থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার টঙ্গীবাড়ী থানার চান্দের বাজার এলাকা থেকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের আটক করা হয়। এ সময় একজনের দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আটকরা হলেন আবুল হোসেন (৩৩), মিল্টন তালুকদার (৩০), সুমন ঢালী (২৬), রমজান ঢালী (৩১), ওমর ফারুক (৩৫), আক্তার মোল্লা (৪০) ও ইকবাল (৩০)। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মো. ইমদাদ হোসেন জানান, জুয়া খেলার আসর বসেছে- এমন সংবাদের ভিত্তিতে চান্দের বাজার এলাকায় একটি ভবনের কক্ষে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। এ সময় ইকবালের দেহ তল্লাশি করে একটি বিদেশি ৯ এমএম বোর পিস্তল ও ১১টি গুলি পাওয়া যায়। এ সময় কক্ষ থেকে জুয়ার ৪৯ হাজার টাকা, ইয়াবা ও বিদেশি মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে।