ঢাকা-মাওয়া মহাসড়কে বিআরটিএর অভিযান, জেল-জরিমানা
ঢাকা-মাওয়া মহাসড়কে লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ)। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বেশ কয়েকটি গাড়ি আটক করে জরিমানা করা হয়। এ ছাড়া এক বাসচালককে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া পয়েন্টে এ অভিযান চালান বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-৪।
নির্বাহী হাকিম মোবাসসেরুল ইসলামের নেতৃত্বে চালানো এ অভিযানে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে বাসচালক হারুনকে (২৬) সাতদিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
হাসাড়া হাইওয়ে পুলিশ সার্জেন্ট মো. হাসান জানিয়েছেন, বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-৪ অভিযানে হাসাড়া হাইওয়ে পুলিশ সহায়তা দিয়েছে। আমরা বিভিন্ন গাড়িকে জরিমানা করে সতর্ক করে ছেড়ে দিয়েছি। পরবর্তী সময়ে কয়েকটি গাড়ি আটক হয়েছে। এগুলোকে ডাম্পিং-এ পাঠিয়ে দেওয়া হবে।