তিন দিনেও সচল হয়নি রো রো ফেরি চলাচল
মুন্সীগঞ্জের লৌহজং চ্যানেলে পদ্মা নদীর নাব্যতা সংকটে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে রো রো ফেরি চলাচল তিন দিন ধরে বন্ধ রয়েছে।
গত শুক্রবার রাত ৮টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং চ্যানেলে দুটি রো রো ফেরি ডুবোচরে আটকা পড়ে। পরের দিন শনিবার দুপুরে জোয়ারে পানি বাড়লে ফেরি দুটো কাওরাকান্দি না গিয়ে শিমুলিয়া ঘাটে ফিরে যায়। রো রো ফেরি চলাচলের জন্য সাড়ে সাত ফুট নাব্যতা দরকার হলেও বর্তমানে তা আছে সাড়ে পাঁচ ফুট।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করে থাকে। বতর্মানে ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করছে।
বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) চন্দ্র শেখর জানান, নাব্যতা সংকটে শুক্রবার রাত থেকে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে । এ ছাড়া টানা ও কে-টাইপ ফেরিতেও ৪০ শতাংশ কম যানবাহন লোড করা হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক না থাকার কারণে পারাপারের জন্য গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে।
শিমুলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইউনুছ জানান, ঘাট এলাকায় পারাপারের জন্য চার শতাধিক গাড়ি রয়েছে। রো রো ফেরি না চলাচলের জন্যই এমনটি হয়েছে।