হরতাল-অবরোধে পোশাক কারখানা বন্ধ
দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা চলমান হরতাল-অবরোধে বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার জিরাবোর বটতলা এলাকার সাউদার্ন পোশাক সোয়েটার কারখানায় তিন শতাধিক শ্রমিককে এক মাস ১৬ দিনের বেতন পরিশোধ করে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।
কারখানার পরিচালক ইলিয়াস মিয়া জানান, হরতাল-অবরোধ বন্ধ হলে আবার বিদেশ থেকে কাজের অর্ডার এলে পুনরায় কারখানা চালু করা হবে।

জাহিদুর রহমান