পাংশায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুর রব (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ২টার দিকে পাংশা থানার কলিমহর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রবের বাড়ি কলিমহর ইউনিয়নে। পুলিশের দাবি, তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে পাংশা, কুমারখালী, কালুখালী থানায় তিনটি ডাকাতি মামলা রয়েছে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত জানান, গতকাল রাত ১১টার দিকে রবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী কলিমহর ইউনিয়নের গোপালপুর গ্রামে একটি মেহগনি বাগানে মাটির নিচে বস্তার ভেতর লুকিয়ে রাখা একটি শুটারগান ও দুটি কার্তুজ উদ্ধারে যায় পুলিশ। এ সময় রবের সহযোগীরা তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুড়ি ছোড়ে। এতে রবের পায়ে গুলি লাগে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে।
ওসি আরো জানান, আহত রবকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোররাত ৪টার দিকে রবের মৃত্যু ঘটে।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
এদিকে, এ ঘটনায় ডাকাতদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান, আবু সায়েম ও কনস্টেবল রফিক আহত হন। আহত পুলিশ সদস্যরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।