পাংশায় ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত
রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের বুড়ুরিয়া গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুস সোবহান (৪৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আবদুস সোবহানের বাড়ি পাংশার লক্ষ্মণদিয়া গ্রামে। তাঁর বাবার নাম সুজাত উল্লাহ ওরফে সোনাউল্লাহ ওরফে সোনাই।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে চর কলিমোহর ইউনিয়নের কলিমোহর গ্রাম থেকে আবদুস সোবহানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করেন সোবহান। পরে তাঁর কথা অনুযায়ী বুড়ুরিয়া গ্রামের আক্তার মাস্টারের আমবাগানে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় সোবহানের সহযোগীরা পুলিশকে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন সোবহান। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা মো. ইকবাল হায়াত জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি শূন্য পয়েন্ট টুটু রিভলবার, তিনটি গুলি, দুটি দেশি ওয়ান শুটারগান ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তিনিসহ আহত হন উপপরিদর্শক (এসআই) আবু সায়েম, তরফদার হাবিবুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর মোহাম্মদ, কনস্টেবল সাধন কুমার বিশ্বাস ও আহম্মেদ। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি বলেন, আবদুস সোবহানের বিরুদ্ধে দুটি ডাকাতি, অস্ত্র আইনে দুটি, একটি খুন ও একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি ছিল। তাঁর লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।