ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মামলা

মাগুরায় ভুল চিকিৎসায় বীথি সরকার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
মামলার বাদী বিষ্ণুপদ জানান, গতকাল বৃহস্পতিবার রাতে মাগুরা শহরের ভায়নার মোড় এলাকায় শারমিন ক্লিনিকে তাঁর মেয়েকে ভর্তি করা হয়। বীথি একাই সিঁড়ি বেয়ে দোতলায় ওঠে এবং ক্লিনিকে অন্য রোগীদের সঙ্গে হেসে হেসে কথা বলে ও দোয়া চান। ঘণ্টাখানেক পর তাঁকে সিজারিয়ান (অস্ত্রোপচার) করানোর জন্য অপারেশন থিয়েটারে নিয়ে ইনজেকশন দিলে তাঁর অবস্থা খারাপ হয়ে যায়। এ অবস্থায় কর্তৃপক্ষ অবহেলা করে রোগীকে এক ঘণ্টা পর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই ক্লিনিক মালিক শারমিন নাহার, ডা. এনামুল কবির ও ওয়ার্ডবয় রাজু আহমেদকে আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আল হাসান জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার কৃষ্ণপদ বিশ্বাস জানান, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাবে না।