নৌপরিবহন খাতে লাইসেন্স কমানোর দাবি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/12/photo-1439383550.jpg)
নৌপরিবহন খাতে ট্রেড লাইসেন্স কমানোর দাবি জানিয়েছে খুলনা বিভাগীয় নৌপরিবহন মালিক গ্রুপ। এ দাবিতে মানববন্ধন ও সিটি করপোরেশন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন মালিকরা।
আজ বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন খুলনা বিভাগীয় নৌপরিবহন মালিক গ্রুপের মহাসচিব মো. সাইফুল ইসলাম।
লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, নৌপরিবহন ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের ওপর ৫৯০ শতাংশ ফি বৃদ্ধি করা হয়েছে। বিগত বছরে এক হাজার টাকা ফি থাকলেও এবার তা ছয় হাজার ৯০০ টাকা ফি পরিশোধ করতে হচ্ছে। খুলনা অঞ্চলে পাঁচ হাজার ব্যবসায়ী জড়িত। সেই হিসাবে বছরে এই খাত থেকে তিন কোটি টাকা শুধু লাইসেন্স খাতে অতিরিক্ত ফি পরিশোধ করতে হবে যা নৌপরিবহন ব্যবসায়ীদের জন্য খুবই কষ্টকর ও অসম্ভব হয়ে পড়েছে।
সাইফুল ইসলাম আরো বলেন, এ ছাড়া নৌপরিবহন খাতে চলতি বাজেটে অনুমিত আয়কর ৭২ শতাংশ বৃদ্ধি এবং সার্ভে ফি ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, নৌযান মজুরি এবং মেরামত খরচ বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ যা মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
সাইফুল ইসলাম জানান, মন্ত্রণালয়ের নির্দেশে এই ফি বৃদ্ধি করা হলেও বিভিন্ন সিটি করপোরেশন এই ফি বাস্তবায়ন করতে অপারগতা প্রকাশ করেছে। কিন্তু খুলনা সিটি করপোরেশনের মেয়র কোনো আলোচনা না করেই বর্ধিত ফি বাস্তবায়ন করছে।