ছাত্রদল সভাপতি ১৬ দিনের হেফাজতে

রাজধানীর পল্টন থানার আট মামলায় ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের ১৬ দিনের হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পল্টন থানার ১০ মামলায় বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা রাজীবকে হাজির করে প্রত্যেক মামলায় আটদিন করে মোট ৮০ দিনের হেফাজতের আবেদন করেন। অপরদিকে তাঁর পক্ষের আইনজীবী হেফাজতের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ তাঁর জামিনের আবেদন নাকচ করে প্রত্যেক মামলায় দুদিন করে মোট ১৬ দিনের হেফাজত মঞ্জুর করেন।
চলতি বছরের ১৯ জুলাই প্রাইভেটকারে করে কুয়াকাটায় যাওয়ার পথে লেবুখালী ফেরিঘাটে মাইক্রোবাস থেকে পুলিশ রাজীবকে গ্রেপ্তার করে। সে সময় ওই প্রাইভেটকার থেকে ইয়াবা ও মদ উদ্ধার করা হয় বলে পটুয়াখালীর পুলিশ দাবি করে।
পরে ২০ জুলাই রাজীব আহসানসহ ছয়জনকে জেলহাজতে পাঠান আদালত। রাজীব আহসানের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ২৩টি নাশকতার মামলা রয়েছে।