গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহাদ (১২) নামের এক শিশু মারা গেছে। এ সময় আহত হয়েছে আরো চারজন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রামগঞ্জ পুলিশ বক্সের সামনে পৌর মার্কেটের মনার হোটেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহাদ উপজেলার কাজিরখিল আখন্দবাড়ির সায়েদ হোসেনের ছেলে এবং স্থানীয় একটি ওয়ার্কশপের কর্মচারী।
রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী জানান, আহাদ রাতে কাজ শেষে নাশতা করতে ওই হোটেলে আসে। এ সময় হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। হোটেলের ভেতরে থাকা অন্যরা বের হতে পারলেও আহাদ বের হতে পারেনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আগুন নেভাতে গিয়ে সোহাগ হোসেন ও মানিকসহ চারজন আহত হয়।