জনগণ যেন ভোট দিতে পারে : সাকি
ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র পদে আবারও লড়বেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন সাকি। তিনি বলেন, ‘জনগণ যেন ভোট দিতে পারে।’
২০১৫ সালে ঢাকা উত্তর সিটির প্রথম নির্বাচনে মেয়র পদে লড়েছিলেন জোনায়েদ সাকি। তাঁর নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন দলটি নিবন্ধনের জন্য এরই মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করেছে। তবে এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়তে হবে সাকিকে।
পরে জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, ‘গতবার যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি; জনগণ ভোট দিতে পারেনি। আমরা চাই না একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হোক। সে কারণে নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি হচ্ছে তারা যেন একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে। জনগণ যেন ভোট দিতে পারে।’
এ সময় জোনায়েদ সাকির সঙ্গে ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, গণসংহতির নেতা আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ও বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার।
মেয়র পদ ছাড়াও ঢাকার দুই সিটির ৩৬টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরাও তাঁদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১৮ জানুয়ারি। আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ওই নির্বাচন।