লক্ষ্মীপুর সরকারি কলেজের নতুন ভবনের উদ্বোধন
লক্ষ্মীপুর সরকারি কলেজের নবনির্মিত দ্বিতল একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ভবনের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।
ভবনটি তিন কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এর আগে লক্ষ্মীপুর সরকারি কলেজ ও স্থানীয় কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে নবনিযুক্ত এ মন্ত্রীকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে মানপত্র ও সম্মাননা স্মারক প্রদানসহ ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এ সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে সকাল ১০টায় জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। সরকারের বিভিন্ন প্রকল্পের চলমান কাজগুলো দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আবু তাহের, কলেজ অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক খদেজা খাতুন প্রমুখ।