গজারিয়ায় বিয়ার উদ্ধার, আটক ২
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি কাভার্ড ভ্যান থেকে বেশ কিছু বিদেশি বিয়ার উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে দুজনকে। গতকাল শনিবার রাতে উপজেলার ভবেরচর বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন গাড়িচালক মো. রাসেল (২২) ও তাঁর সহকারী অপু (২০)।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) দিদারুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় ভবেরচর বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ঢাকার মহাখালী থেকে ছেড়ে আসা গজারিয়া সিকুটেক্স ইন্ড্রাস্ট্রিজের একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৯৭টি আমদানি নিষিদ্ধ বিদেশি বিয়ারের কার্টন উদ্ধার করা হয়। এ সব কার্টনে বিভিন্ন ব্যান্ডের দুই হাজার ৩২৮টি বিয়ার ক্যান ছিল। এ সময় চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়েত-উল-ইসলাম ভূইয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত মালামাল ও গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে।