মাছ ধরার জালে উঠে এলো লাশ
লক্ষ্মীপুরে ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে পৌরসভার বাস টার্মিনালসংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর পৌরসভার বাস টার্মিনালের উত্তর পাশে সাবেক পৌর কাউন্সিলর লোকমান হোসেনের মালিকানাধীন ডোবায় সকালে মাছ ধরতে নামেন জেলেরা। এ সময় জেলেদের জাল লাশটির সঙ্গে আটকে যায়। খাদ্যের বস্তা মনে করে তাঁরা জাল টান দিলে লাশটি ভেসে ওঠে। জেলেদের চিৎকারে সেখানে ভিড় জমান স্থানীয় জনতা। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, নিহত যুবকের পরনে ছিল ফুলহাতা শার্ট ও প্যান্ট। ধারণা করা হচ্ছে, পাঁচ-ছয় দিন আগে পরিকল্পিতভাবে এই যুবককে হত্যা করে লাশটি ডোবায় ফেলে গেছে দুর্বৃত্তরা। যুবকের পরিচয় এবং হত্যাকারীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ ও সময় জানার পর এ বিষয়ে বলা সম্ভব হবে বলে জানান ওমর ফারুক।