মায়ার মন্ত্রিত্ব নিয়ে রিটে হাইকোর্টের বিভক্ত আদেশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/17/photo-1439794877.jpg)
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ নিয়ে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিভক্ত আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল এ আদেশ দেন।
urgentPhoto
মায়ার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেন জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
অপর দিকে, কনিষ্ঠ বিচারপতি মো. আশরাফুল কামাল রিট আবেদনটি খারিজ করে দেন।
এ বিষয়ে রিটকারী আইনজীবী ইউনূস আলী আকন্দ বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাজা হওয়ায় সংবিধান অনুযায়ী মায়ার সংসদ সদস্য ও মন্ত্রী পদ থাকতে পারে না। শুনানি শেষে আদালত বিভক্ত আদেশ দিয়েছেন। বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি নতুন বেঞ্চ গঠন করে দেবেন।’
গত ৭ জুলাই কোন ক্ষমতাবলে এখনো মন্ত্রী পদে নিযুক্ত রয়েছেন, তা জানতে চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন ইউনূস আলী।
গত ১৪ জুন দুদকের মামলায় মায়াকে খালাস করে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।