বরগুনায় ট্রলারডুবিতে আরেকজনের লাশ উদ্ধার
বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় পায়রা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ মুসা মৃধার (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তিন দিন পর বঙ্গোপসাগরের আশারচর এলাকা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করেন জেলেরা। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট আটজন মারা গেলেন।
এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে স্বজনদের দাবি, হারুন মুনশী (৪৩) নামে এখনো একজন নিখোঁজ রয়েছেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতার উদ্ধারকারী জেলেদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ট্রলারডুবির স্থান তেঁতুলবাড়িয়া থেকে তিন কিলোমিটার দক্ষিণে আশারচরে পায়রা নদীর তীরে মৃতদেহটি ভাসতে দেখেন জেলেরা। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল ফরাজী ঘটনাস্থলে গিয়ে মুসা মৃধার লাশ শনাক্ত করেন।
গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার পটুয়াখালীর কলাপাড়া থেকে প্রায় দুইশ যাত্রী নিয়ে এফবি খাদিজা নামে মাছ ধরার ট্রলারটি পায়রা নদীর তেঁতুলবাড়িয়ায় ডুবে যায়।

সোহেল হাফিজ, বরগুনা