শিমুলিয়ায় সি-বোটডুবি, অল্পের জন্য রক্ষা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটের কাছে আজ সোমবার সকালে একটি সি-বোট ডুবে উল্টে পদ্মা নদীতে ডুবে যায়। এতে আহত হলেও প্রাণে বেঁচে গেছেন চালকসহ কমপক্ষে ১০ জন যাত্রী।
ফেরিঘাট থেকে অন্তত ১৫ গজ দূরে দুর্ঘটনা ঘটায় সি-বোটের যাত্রী ও চালকরা সবাই সাঁতরে তীরে আসতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল পৌনে ৯টার শিমুলিয়া থেকে কাওরাকান্দি ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি সি-বোটকে বিপরীত দিক থেকে আসা আরেকটি সি-বোট ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় কাওরাকান্দিগামী স্পিডবোটটি ৩ নম্বর ফেরিঘাটে যানবাহন আনলোড করতে থাকা একটি কেতকি ফেরির সঙ্গে ধাক্কা খেলে সি-বোটটি উল্টে যায়। এ সময় যাত্রীরা নদীতে পড়ে গিয়ে সাঁতরে তীরে আসতে সক্ষম হন। একপর্যায়ে স্থানীয় প্রশাসন সি-বোট উদ্ধার করে তীরে নিয়ে আসে।
শিমুলিয়া নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ইউনুছ আলী জানান, সি-বোটটি একটি লঞ্চের পেছন থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছিল। সি-বোটে কত সংখ্যক যাত্রী ছিল তা জানা যায়নি। নিমজ্জিত সি-বোটের ইঞ্জিন নৌপুলিশের দায়িত্বে রাখা হয়েছে। তবে কেউ নিখোঁজ নেই।