লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী আটক
লক্ষ্মীপুরে নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত জেলা সদর, রামগতি, কমলনগর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন রামগতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রব, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ, বাঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন হাওলাদার, বিএনপি কর্মী রুবেল হোসেন, কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নূর উদ্দিন ও রামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি নাজমুল ইসলাম।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন ও জামায়াত নেতা ফারুক হোসাইন নুরনবী সাংবাদিকদের জানান, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই নেতাকর্মীদের আটক করা হয়েছে। দ্রুত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তাঁরা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা বলেন, নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের এসব নেতাকর্মীদের আটক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।