চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট চালু
চট্টগ্রাম থেকে চালু হয়েছে সরাসরি হজ ফ্লাইট। সোমবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার শতাধিক হাজি নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
urgentPhoto
ঢাকায় হজযাত্রীদের ভিসা জটিলতাসহ নানা দুর্ভোগ থাকলেও বন্দরনগরীতে তেমন কোনো আশঙ্কায় পড়েননি হজযাত্রীরা। কোনো ধরনের অঘটন ছাড়াই বন্দরনগরী থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করতে পেরে খুশি তাঁরা। আর চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট চালু হওয়ায় হজযাত্রীদের যাত্রা আরো বেশি নিরাপদ করে তুলবে বলে জানান সংশ্লিষ্টরা।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিগত যেকোনো সময়ের চেয়ে এবার বিমানের ফ্লাইটের সংখ্যা বাড়ানো হয়েছে দ্বিগুণ। এবার বিমানের ১৬টি স্পেশাল ফ্লাইট ছাড়া আরো নয়টি ফ্লাইটে বহন করা হবে হজযাত্রীদের। আর বিমানের এই ২৫টি ফ্লাইটে প্রায় সাড়ে নয় হাজার হজযাত্রীর জেদ্দা যাওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি জাফর আহমেদ চৌধুরী জানান, গত বছর চট্টগ্রাম থেকে ১৩-১৪টি সরাসরি ফ্লাইট ছিল, এবার তা বৃদ্ধি করে ১৬-১৭টি করা হয়েছে। সব মিলিয়ে এবার কোনো অসুবিধা হবে না।
এদিকে, চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু করায় দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে বলে মনে করেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির। এ জন্য সরকারপ্রধানসহ সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা জানান তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।