নাশকতার মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ডিবির উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
urgentPhoto
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে আদর্শ ঢাকা আন্দোলনের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বক্স কালভার্ট এলাকায় তাঁর গতিরোধ করেন ডিবির সদস্যরা। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদকে গ্রেপ্তারের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। শওকতকে গ্রেপ্তার এবং অরাজনৈতিক সংগঠনের সংবাদ সম্মেলনে পুলিশি বাধার অভিযোগ এনে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এই রাষ্ট্রবিজ্ঞানী।
ডিবির ডিসি মাসুদুর রহমান জানান, শওকত মাহমুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানায় নাশকতার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
শওকত মাহমুদকে আদালতে কখন নেওয়া হবে জানতে চাইলে ডিবি কর্মকর্তা বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।