শ্রীনগরে মহাসড়কে একজনের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ওমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে আজ মঙ্গলবার সকালে আলমাস (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়।
হাঁসাড়া পুলিশ ফাঁড়ির সার্জেন্ট হাসানুজ্জামান জানান, আজ সকালে স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
হাসানুজ্জামান বলেন, লাশ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের দিকে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় আলমাসের মৃত্যু হয়েছে।