ঢাকা-মাওয়া মহাসড়কে অভিযান, ১০ মামলা
ঢাকা-মাওয়া মহাসড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ মঙ্গলবার মুন্সীগঞ্জের শ্রীনগরের হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন মহাসড়কে এই অভিযান চালান বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-৫।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমীনের নেতৃত্বে আজ বেলা দেড়টা থেকে এই ভ্রাম্যমাণ আদালতের কাজ শুরু হয়। এ সময় মোট ১০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় ও ১৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া একটি লেগুনা ও একটি মোটরসাইকেলকে ডাম্পিং জোনে পাঠানো হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিকেল ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলে।
হাইওয়ে হাঁসাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন। অভিযান চলাকালে তিন চাকার কোনো যানবাহন মহাসড়কে চলাচল করেনি।